সোমবার, ১৯ জানুয়ারী, ২০০৯

আমিও পারি

‘তার বিদায়বেলার মালাখানি
আমার গলে দোলে
বুকের পরে ক্ষণে-ক্ষণে রে.....’

তোমার এ’ গান ভালবেসেছি এতই
এতই টেনেছি কাছে –
বাস্তব বন্দুক বোধহয
ফুটো করে দিল বুক-
তাই -

চুঁইয়ে পড়া ব্যাথায় গাঁথা মালা
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে গা।
ঘেন্না ঘেন্না কেন্নো যেন।
দম নেবার সাধ্যি নেই.
দম দিতে বাঁচছি অথচ।
আমার ফুঁ-এর হল্কা এখন তাতাপোডা
তা’তেও হবে বেশ।
কারণ -
নষ্ট সময় পেরোতে গিয়ে,
আত্মদম খালি করেছে সে।
কি মন্দ কিংবা ভাল
তার হিসেব দিব্য বোঝে
পেলে খাদ্য ভাল ভাল।

দমহারানো নিত্যনতুন
সকালবিহীন অন্তর্লোক
কি দিচ্ছে?
দিচ্ছে অসুখ গাঢ়।
লগি ঠেলে এরপরও কি
পার হওয়া যায় নদী?
যে নদীতে হাঙর-কুমীর-কামট?

যাই বয়ে যাই তরী,
জানি পার হওয়া যায় যদি,
হাঙর-কুমীর-কামটদেরও
খাদ্য করতে পারি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন