
আমার স্বপ্ন যখন দু’চোখ ছুঁয়ে নামে।
স্বপ্ন মানে কি?
ও তো অধরা আদর।
আমার বাগানে কচি ধানের চারা হাওয়ায় দোলে,
বুকের অলিগলিতে শামুক-গুগলী ঘোরে
ঘোর লাগে বাঁচায়, ভয়ও ওড়ে।
বানে ভাসবে না তো বাগান?
টিপ পরেছে বাড়ী-
দূর আকাশ থেকে নেমে।
এক থোকা টুকটুক শিমুল ভিজছে আলোয়
আসলামদের চালের পিছন থেকে
উঁকি দিচ্ছে, নজর নিচ্ছে-
আনন্দের আকুতি আড়ালে
‘ফুলে-ফুলে, ঢলে-ঢলে।’
ও কি প্রোভোকেশন না জোর হাওয়া?
ঝড়ে ভাঙবে না তো নীড়?
স্বপ্ন, সব স্বপ্ন
থাকবে তো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন