শুক্রবার, ১০ এপ্রিল, ২০০৯

খুব জরুরী ছিল


ও নষ্ট লোক
এই জানাটা জানা রেবার
খুব জরুরী ছিল।
পষ্ট বার্তা কষ্ট দিল খুব।
আঁজলা-আঁজলা রক্ত উঠল
যোনী থেকে, বুক থেকে, মুখ হযে ঠোঁটে।
ফের আকাশ-বাতাস কাঁপিয়ে, ঝাঁপিয়ে,
ওর চোখ-মুখ-বুক ভাসিয়ে
উজান ঢলে তা নেমে গেল পা বেয়ে
যোনীপথ এড়িয়ে।
ঐখানেই য়ে নষ্ট লোকটা বসত পেতেছিল।
রেবার আবেগ খেয়ে
বন্ধ বিবেক নিয়ে
কুগন্ধী, কুচক্রী নষ্ট সেইজন
অন্ধকারকে নাকি আলো দেখেছিল।
এই জানাটা জানা রেবার
খুব জরুরী ছিল।
বিষবাষ্প রাখতো বুকে,
স্বজন সেজে নিত্য খেত-শুতো।
বাঁদর নাচন নাচতো
সকাল বাঁশীতে সাজাতো।
আকাশ ঝেঁপে বৃষ্টি এলে
‘মোহনাতে ঘর বাঁধবো’ বলে
বৈঠা উল্টো পিঠে বাইতো।
ও’জন কুজন
সাজানো সুজন,
এই জানাটা জানা রেবার
তাই-
খুব জরুরী ছিল।

২টি মন্তব্য:

  1. "ও’জন কুজন
    সাজানো সুজন,
    এই জানাটা জানা রেবার
    তাই-
    খুব জরুরী ছিল।"

    [red]একটি জরুরী কবিতা। অন্তর্ভেদী । কবিকে শুভেচ্ছা ।[/red]

    উত্তরমুছুন