বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০০৯

মা’র চাওয়া


বাবু,
তুই থাক ভ’রে তোর সব নিয়ে সুখে –
শুধু,
আমার স্নেহের সবটুকু তো’তে ঢালতে দে।
বাবু,
তোর চোখের তারায় তারারা জোনাকী
শুধু,
দূর থেকে তোর আলোমুখে চোখ চাইতে দে।
বাবু,
তোর ইচ্ছেগুলো তোরই আশেপাশে দোওয়ালীপোকা
শুধু,
তরঙ্গে ভাসা তোর স্বর কানে বইতে দে।
বাবু,
তোর অনুক্ষণ অন্য কোথাও ফেলুক নোঙর
শুধু
ঐ মুখ ঘিরে স্বপ্ন আমায় বুনতে দে।
বাবু,
সারা দিনমান পৃথিবীটা বড় একা হাঁটে -
শুধু,
তোর প্রাণে ওর জ্ঞানের বসত গড়তে দে।
বাবু,
আমার দোয়েল পাখীটা ঘুমোবে এবার-
শুধু,
দিনগুলো তোর পাখীটার গানে সাজিয়ে নে।

যা বুঝিলাম

নব্য নব্য কথা-কাব্য-কবিতা -
চার পেতে বসে থাকা,
হাওযায় হাত পেতে খোঁজা,
ফড়িং-এর মত মনঝুরি
এক থেকে অন্য থেকে
অন্যে, অন্যে, অন্যে-
লাফিয়ে পালায়।
তক্কে তক্কে থাকা
হটাত্ ঝাঁপিয়ে পড়ে ধরা -
এ’কথা, সে’কথা, ও’কথা
স-ব উদ্বেল, কদবেল, ডাম্বেল
কথকতা।
এ’সব ঠিক কেমন-কেমন তুমি জানো?
হ্রীং, টিং, ছট্, ফট্,
ঘ্যাচাং, ফুঃ-
সব
থতমত মত।

‘ইচ্ছে’ ডানা মেলে


এই যে আমার ‘ইচ্ছে’ এসে বললো কাঁধে,
ব্যস্
এটাই ঢের, এটাই অনেক,
বুক জুড়ালো বেশ।
য়ে মাটিতে শয্যা পাতি,
সেটা মাটির মত দেখতে মাটি নয়।
সোনার খাট, রূপোর কাঠির আবেশ দিয়ে ঘেরা
আমার ‘ইচ্ছে’ তাতে শোয়।
তাই তো একা, তাই তো এমন
‘ঘুম-ঘুম চাঁদ ঝিকিমিকি তারা ঐ মাধবী রাত....’
গান গেযে যায় সে।
ভুল ভাঙানোর দায়টা ‘বিপদ’ তোমার।
খাতা-কলম গুছিয়ে বসার দায় ‘কষ্ট’ তোমার।
এতোলবেতোল সাত-সতেরো সুখের পিঠে সওয়ার
সব্বার -
মাড়িয়ে যাওযা ‘অহংকার’ সে তোমার।
‘দুঃখ’ তোমার,
তাই ‘দীর্ঘশ্বাস’ তোমার।
এবার তুমি খুশী কিনা বলো?
এরা তোমার বন্ধু কিনা বলো?
এদের ছাড়া ‘সৃষ্টি সুখের উল্লাস’
যে খেলো, এলোমেলো,
তোমার বোধে তোলো।
‘ইচ্ছে’ ডানা মেলো।

চেষ্টা মোকাবিলার

ও সন্ধ্যামণি,
তুই এবার চ্যালেঞ্জের সামনে।
কর মোকাবিলা,
লেখ কিছু অন্য
এবং আন নামিয়ে ভোর।
মন পুড়িয়ে, বিপদ ছেঁচে,
সিন্দবাদের মতন ‘কষ্ট কষ্ট’ ঘাড়ে চেপে
ও’সব তোর সোজা।
ওরে জানি তো -
যা গেছে,
বিন্ধ্যাচলের মত অনড় তা’
তা’ অটল।
তবু তো তুই আকাশকে মুখ দেখতে দেখিস্
রবীন্দ্রসদনের ফেন্সিং,
বা
ঝিলের ধার ধরে হেঁটে যাওয়া স্বপ্ন-বোনাদের চোখে।
ঐ সুর্মা হাত পেতে তুই ধার করে নে মণি।
মেহেন্দী আঁকা ভরা হাতের আঁজলা থেকে নে।
চেলী, সানাই, সন্ধ্যাদীপের শিহরণ,
সাতলহরী হারের ঐতিহ্যগন্ধ তো আছে আজো।
নে না নে, ওখান থেকে নে।
তারপর-
ঝিলের জলে ডুব-ডুব খেলা খেলে
ভ্যাবলা-চোখো মাছেদের মতন তুই
ঝলঝলে, আলাভোলা, খ্যাপলা হয়ে যা।