
যতদিন অচেনা ছিল সে,
সুখেই ছিলি তুই।
নে স্বাদ নে সেই দিনটার আজ।
শিশুসময় কি দিয়েছে, কিশোরীকাল,
যৌবন ভরা কোটাল ছিল কি না
তার খাঁজ-ভাঁজ-আড়াল
খুব দরকার জানার?
যদি মুচমুচ করে ভেঙে গুঁড়িয়ে পড়ে,
কি হবে তখন?
অনেকদিনের না খোলা তোরঙ্গের তলা খুঁজে
পেয়ে যাওয়া জাঁতি, পাঁজী
অথবা ব্রতকথা যেমন।
আজকের ভাঙন ভুলতে চাস্ তো,
পিছনের থেকে মুখ ফেরা।
কোল পেতেছি মেয়ে
আয় শো।
গ্লোবালাইজেশনের হাওয়া মাখছিস্ গায়
আর একার পৃথিবী
আরো একায় নেবেনা তোকে,
তা কখনো হয?
সুর সাধলি, গান বাঁধলি,
উড়াল নিলি আকাশ আঙিনায়
আর ক্ষত বইবি না বুকে
তা কি করে হয়?
পিছন ভুলে সামনে তাকা মেয়ে
হাত বুলিয়ে দিই ভাঙাচোরায়,
আয় কাছে আয়
ঘুমো রে তুই
কোল পেতেছি,
শো।
খুব ভালো লেগেছে। পড়তে পড়তে যেন কল্পনায় উড়ে যাচ্ছি।
উত্তরমুছুনসেই যা কিছু বলার ছিল এই মেয়ে তুই চমক মাখিয়ে চল
উত্তরমুছুনআয় দু ফোটা বেনীমাধব হই এমনি ভাবেই পেছনে লাগার ফল
কামড়ে দিবি ? দেখ কামড়ে আমিও তোকে পাহাড় ছুড়ে মারি...
বড় হয়েছিস ? এমনকি বড় , চক না পেলে এখনো করিস আরি ...
sanjoy nath