মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০০৯

সুখ সাজানো দিন

তৃষ্ণা দিয়েছো, অথচ তৃপ্তি
সুদূর-সুদূর, ধুধু মরুর মতন।
আঁধার আকাশে আনন্দ রাঙা আলোকের
তা কেন দাওনি,
সোহাগে সাজোনি কেন?
ইচ্ছেরা সব বাসাভাঙা
ঝড়ে উপড়ানো ডালপালা,
ওখানেই তুমি থামাতে
আমাকে পারবে ভেবেছো?
না, না।
হৃদয়ের পাশে যেখানে আলোক ছিল,
কন্ঠনালীর যেখান তৃষ্ণাহারা
অপরিমেয় অপমান অহনার
স্ফুর্তি-পুর্তি ভরিযেছে সেই স্থান।
আর সে চায়না কারুর দযার দান
থামবে না জেনো এই বাবুলীর গান।

বিশ্বাস বুকে বাবুলী দীর্ঘ হাঁটে।
বাবুলীর গানে আকাশ আত্মহারা।
বাবুলী পোষাকী, বাবুলী সৃজনরোয়া।
বাবুলীর খোপে একশোটা লেনাদেনা।
স্বজন-কুজন সোহাগ সাজানো দিনে,
সম্ভবীকথা আজ বোনে ক্ষণ আলোর।
বাবুলী বিপুল, ব্যপ্ত ও ভরাবুক
বাবুলী বুঝেছে আত্মসুখের মানে।

1 টি মন্তব্য:

  1. আমার খুব ভাল লেগেছে। মন একাত্ম হয়ে যায় বাবুলীর সঙ্গে। এখানেই কবিতার সার্থকতা।

    উত্তরমুছুন