বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০০৯

চেষ্টা মোকাবিলার

ও সন্ধ্যামণি,
তুই এবার চ্যালেঞ্জের সামনে।
কর মোকাবিলা,
লেখ কিছু অন্য
এবং আন নামিয়ে ভোর।
মন পুড়িয়ে, বিপদ ছেঁচে,
সিন্দবাদের মতন ‘কষ্ট কষ্ট’ ঘাড়ে চেপে
ও’সব তোর সোজা।
ওরে জানি তো -
যা গেছে,
বিন্ধ্যাচলের মত অনড় তা’
তা’ অটল।
তবু তো তুই আকাশকে মুখ দেখতে দেখিস্
রবীন্দ্রসদনের ফেন্সিং,
বা
ঝিলের ধার ধরে হেঁটে যাওয়া স্বপ্ন-বোনাদের চোখে।
ঐ সুর্মা হাত পেতে তুই ধার করে নে মণি।
মেহেন্দী আঁকা ভরা হাতের আঁজলা থেকে নে।
চেলী, সানাই, সন্ধ্যাদীপের শিহরণ,
সাতলহরী হারের ঐতিহ্যগন্ধ তো আছে আজো।
নে না নে, ওখান থেকে নে।
তারপর-
ঝিলের জলে ডুব-ডুব খেলা খেলে
ভ্যাবলা-চোখো মাছেদের মতন তুই
ঝলঝলে, আলাভোলা, খ্যাপলা হয়ে যা।

1 টি মন্তব্য: