শুক্রবার, ১০ এপ্রিল, ২০০৯

রঙ হারানো পাপ

সংগোপনের বার্তা নিয়ে দূরে
ব্যথা তোমার যাচ্ছে কোথায়?
ভীমপলাশী-র কোমল ‘ধা’-য় যে সুর কাঁদে,
তার চেযেও কি দুর্দশা অন্তরে?
হয়তো তাহাই, হয়তো তা নয়
তবু -
আকুল-ব্যাকুল দ্বিধার দোলন
আনন্দকে নিচ্ছে ছিঁড়েখুঁড়ে।
দিন ব্যেপে দিন,
মাপ মত রাত
সব কেন যায় সোনা-
কি তাস দেখ তুমি?
রং হারানো বড্ড যে পাপ
দেখ-
তোমার হাতার আস্তিনেতে
লুকিয়ে আছে সাপ।
কি কি চালের হিসেব বুঝে নেবে
মনস্কতা ধরে,
সে তো তোমার জানা।
একটুখানি আদর-আদর আহ্লাদী আশ্লেষে
যাও পেরিয়ে তেপান্তরের মাঠ।
ঐ দূরেতে দাঁড়িয়ে গোপার মা।
গোপার চুলে হাত ডুবিয়ে
এক হাত রেখে বুকে
স্বর্গ ছোঁয়া মুখে
গান গাইছে গুনগুনিয়ে
কান পেতেছি শুনি,
ভীমপলাশীর ‘ধা’-য়
রং লেগেছে সুখের দ্যোতনায়।
আয় লো পদী ভাবনা কিসের আর-
দ্রিমিক্-দ্রিমিক্ ডম্বরুটা বাজা
এবার জীবনকে তুই মাপ।
আবহ তীব্র উথাল-পাতাল,
সকাল শুধুই স্বর্ণসকাল।
সাপ নেই রে,
নেই সে বদ্ধ জলা।
চতুর্দিকে ছড়িয়ে অপাপ আলো
আবার জীবনকে তুই মাপ
মনে রং হারানো পাপ।

1 টি মন্তব্য:

  1. আয় লো পদী ভাবনা কিসের আর-
    দ্রিমিক্-দ্রিমিক্ ডম্বরুটা বাজা
    এবার জীবনকে তুই মাপ।

    ভালো লাগলো কবি ।

    উত্তরমুছুন