শনিবার, ৯ এপ্রিল, ২০১১

যেতে দাও


যেতে দাও যারা যাবে

ডেস্টিনিবে বাঁধা ছিল পাবলিকের সাথে?

এর মানে যারা গেল ভাল নয় ভেবোনা মন

এর মানে তোর গল্পে তাদের ভূমিকা গন

শুক্রবার, ৮ এপ্রিল, ২০১১

উত্তরের ছেলে

শ্যামবাজারের পাঁচমাথার মোড়-

অলিগলি পেরিয়ে

হঠা ঝ্যাক্কাস্ সাতমহল।

বাড়ির নীচে পচা-দার রোলের দোকান

রকে ফুলবাহারী গুলবদন।

ঐখানে কি বাড়ি ছিল তোর অনীক?

ছিল, ছিল-

ঘুমঘোরে হলেও এমন-ই কোথাও তা ছিল।

আলুথালু ওড়া বেঁকা উচ্চারণ।

কুঁচকে থাকা ভুরুর নীচে

নগর নস্যাত্ দৃষ্টি-ধারণ।

কথার আড়ে চিকনাই শান তোর

অথচ রোদ্দুর।

আপাত নেতি-র ঠিকানায় কড়া নেড়ে

জানি পাব তোকে

ইতি-র স্বজনপুর।

অঙ্গে বওয়া ভঙ্গীতে নিয়ে অযত্নভান-

আড়ালের আড়ে শ্রদ্ধাধারণ।

সন্ধ্যাসকাল খুশীখুশী গান,

দিনের গা থেকে কালো মুছে নিয়ে

আলোক করিস্ পান।

জানি, অনীক জানি-

দ্বিধা বুকের রঙবাহারী খোপে

আগুন-আয়লা বাস করে পাশাপাশি।

বাড়ী তাই হতেই হবে তোর

আপাত নেইপুর-

শ্যামবাজারের

পাঁচমাথারই মোড়।

**********

বৃহস্পতিবার, ৭ মে, ২০০৯

কোল পেতেছি- শো


যতদিন অচেনা ছিল সে,
সুখেই ছিলি তুই।
নে স্বাদ নে সেই দিনটার আজ।
শিশুসময় কি দিয়েছে, কিশোরীকাল,
যৌবন ভরা কোটাল ছিল কি না
তার খাঁজ-ভাঁজ-আড়াল
খুব দরকার জানার?
যদি মুচমুচ করে ভেঙে গুঁড়িয়ে পড়ে,
কি হবে তখন?
অনেকদিনের না খোলা তোরঙ্গের তলা খুঁজে
পেয়ে যাওয়া জাঁতি, পাঁজী
অথবা ব্রতকথা যেমন।

আজকের ভাঙন ভুলতে চাস্ তো,
পিছনের থেকে মুখ ফেরা।
কোল পেতেছি মেয়ে
আয় শো।
গ্লোবালাইজেশনের হাওয়া মাখছিস্ গায়
আর একার পৃথিবী
আরো একায় নেবেনা তোকে,
তা কখনো হয?
সুর সাধলি, গান বাঁধলি,
উড়াল নিলি আকাশ আঙিনায়
আর ক্ষত বইবি না বুকে
তা কি করে হয়?
পিছন ভুলে সামনে তাকা মেয়ে
হাত বুলিয়ে দিই ভাঙাচোরায়,
আয় কাছে আয়
ঘুমো রে তুই
কোল পেতেছি,
শো।

বুধবার, ৬ মে, ২০০৯

থাকবে তো?

জেগে ওঠে গান, ফাগুন, আকাশ,
আমার স্বপ্ন যখন দু’চোখ ছুঁয়ে নামে।
স্বপ্ন মানে কি?
ও তো অধরা আদর।
আমার বাগানে কচি ধানের চারা হাওয়ায় দোলে,
বুকের অলিগলিতে শামুক-গুগলী ঘোরে
ঘোর লাগে বাঁচায়, ভয়ও ওড়ে।
বানে ভাসবে না তো বাগান?
টিপ পরেছে বাড়ী-
দূর আকাশ থেকে নেমে।
এক থোকা টুকটুক শিমুল ভিজছে আলোয়
আসলামদের চালের পিছন থেকে
উঁকি দিচ্ছে, নজর নিচ্ছে-
আনন্দের আকুতি আড়ালে
‘ফুলে-ফুলে, ঢলে-ঢলে।’
ও কি প্রোভোকেশন না জোর হাওয়া?
ঝড়ে ভাঙবে না তো নীড়?
স্বপ্ন, সব স্বপ্ন
থাকবে তো?

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০০৯

সুখ সাজানো দিন

তৃষ্ণা দিয়েছো, অথচ তৃপ্তি
সুদূর-সুদূর, ধুধু মরুর মতন।
আঁধার আকাশে আনন্দ রাঙা আলোকের
তা কেন দাওনি,
সোহাগে সাজোনি কেন?
ইচ্ছেরা সব বাসাভাঙা
ঝড়ে উপড়ানো ডালপালা,
ওখানেই তুমি থামাতে
আমাকে পারবে ভেবেছো?
না, না।
হৃদয়ের পাশে যেখানে আলোক ছিল,
কন্ঠনালীর যেখান তৃষ্ণাহারা
অপরিমেয় অপমান অহনার
স্ফুর্তি-পুর্তি ভরিযেছে সেই স্থান।
আর সে চায়না কারুর দযার দান
থামবে না জেনো এই বাবুলীর গান।

বিশ্বাস বুকে বাবুলী দীর্ঘ হাঁটে।
বাবুলীর গানে আকাশ আত্মহারা।
বাবুলী পোষাকী, বাবুলী সৃজনরোয়া।
বাবুলীর খোপে একশোটা লেনাদেনা।
স্বজন-কুজন সোহাগ সাজানো দিনে,
সম্ভবীকথা আজ বোনে ক্ষণ আলোর।
বাবুলী বিপুল, ব্যপ্ত ও ভরাবুক
বাবুলী বুঝেছে আত্মসুখের মানে।

‘মেঘ’ ও ‘বুলবুল’-এর স্ক্র্যাপকাব্য

‘মেঘ’- নিজনাম না জানানো এক সৃষ্টিমুখর কন্যা।
‘বুলবুল’- নাম জানানো অখ্যাত এক সৃজনপ্রেমী কন্যা।


‘মেঘ’ 16.03.09
জলে ভিজে এনেছি নিজের একমুঠি মেঘ,
সে তোমার জন্য।

বলো তো আমার সঙ্গে,
এভাবে আমার সঙ্গে উড়ে খুশি?
তুমি খুশি? বলো, খুশি?
………………….
‘বুলবুল’ 16.03.09

মেঘের গায়ে
জড়িয়ে আছে
ভোরবেলাকার আলোক।
ভেজা-ভেজা তার চোখ
শিশিরের মত মৃদু।
জুঁই-এর গন্ধ মাখা
তার আলাপন কথা
দূরের থেকে জানায়,
‘আয় উড়াল নিবি আয়।‘
বুলবুলেরও আকাশটাই তো বাড়ী
বুলবুলেরও মেঘজড়ানো বিকেল।
বুলবুল তাই মেঘের আমণ্ত্রণে
বৃষ্টিধোযা সকাল খুঁজতে এলেম।
…………………………..
‘মেঘ’ 17.03.09
মেঘের টানে আকাশে আজ ভাসিয়ে রঙিন ভেলা

যাচ্ছো বুঝি মেঘের দেশে আমায় করে হেলা!
…………………….
‘বুলবুল’ 09.04.09

হায় রে মেঘ,
কোথায় গেলি উড়ে?
বাদল আকাশ নয়
যে যাবি যক্ষপুরী।
জানি, ও মেঘ জানি
তোর ব্যথা বক্ষ জুড়ে।
বুলবুলি ঐ শীষ দিচ্ছে ডালে
তার ঠোঁটের আগায় ঘর বাঁধবার কুটো।
পাখীর ডানায় দেখ
ঐ নামছে ভোর
তার তাপের খরা ভুলে
নে রুপালী রং তুলে।
তোর জুড়াবে ঠিক বুক
তোর মন ওঠাবেই সুখ।
…………………..
‘মেঘ’ 12.04.09
বাহ্ রে বাহ !
বুলবুলের ডাকে চুপ থাকি আমি,
কি করে? এই তো আমি
এই তো আমি -
এসেছি যে।
…........
‘বুলবুল’ 15.04.09 ১৪১৬-য় পাঠানো নববর্ষের শুভেচ্ছা

আলতো আলোর সুখ সাজিয়ে
নামছে নতুন দিনের মাঝে
ভোর, আগামী দিন।
তোমার উন্মুখ মন ভরুক
ঘিরুক আদর অনুক্ষণ
খোলো দোর, বাজছে বীন।
……………………..
‘মেঘ’ 28.04.09
স্বপ্নে পেরোচ্ছি ভিজে আলপথ,

ঘাসে ডুবিয়ে পা হেঁটে যাচ্ছি করতোয়ার দিকে,
কত আর পোড়াবে, কতটাই পারবে বলো।
নদীর ধারে আমি এসে দাঁড়ালে
তুমি কিছুতেই না এসে পারবে কি
বুলবুল?
………….
‘বুলবুল’28.04.09

পোড়াবার মত বারুদ ভিতরে মজুদ
এ’ বারুদে ঝাঁজ বিচ্ছিরী তাতাপোড়া।
কিন্তু নদীর জল বা আলের পথে
যে সাজে সেজেছো ‘মেঘ’ কবিতার সাথে,
পেরোবে কি করে ‘বুলবুল’ তা জানেনা।
কুর্নিশ-গান পারলো কি পৌঁছেতে?

Megh আমাকে 29.04.09
কাল শুনেছিলাম মেঘের কলকাতা পৌঁছাবার সংবাদ

আজ এখনো কিছু জানলাম না।
কাল শুনেছিলাম আজ কলকাতা বৃষ্টিস্নান করবে,
শুনে আনন্দ হলো,
ভাবলাম কলকাতা যদি বৃষ্টিতে ভেজে
আমরা না হয় তার কিছুটা ঠান্ডা হাওয়া অন্তত পাবো।
সেই বা কম কি।
আজ কতটা কি হলো কিছুই জানি না।
মেঘ কিম্বা বৃষ্টি,বৃষ্টি কিম্বা মেঘ
কে কতটা ছলচাতুরী শিখেছে ভেবে পাইনা!
29.04.09 Bulbul to Megh
আমরা বোধহয় ছলচাতুরী বুঝি,
চালাকীতেই চলি,
এই সময়ের মাপে।
তাই উধাও স-ব, সব্বাই।
তাই আসবো বলেও বৃষ্টি আসেনা।
লালচে রঙা সম্ভাবনা জাগিয়ে,
উড়ে যায় মেঘ অজানা দিশায়।
আশার শিখাকেও ফুঁ দিয়ে যায় নিভিয়ে।
আমাদের বুকে ঢেকেঢুকে রাখা
গোপন-গোপন নীল বদমাইশী
আর ছলনা
ওরা কি টের পেয়ে গেছে?
‘উতল-ধারা বাদল ঝরে
সকল বেলা একা ঘরে।.......’
এ’ গানে ভাসবার আরাম কি
সহজে পাব না আমরা
‘মেঘ’?
Megh আমাকে ৩০.০৪.০৯
যন্ত্রজীবন কাটাবে, যন্ত্রের মতো থাকবে

গোলা বারুদ বুকে পুরে সংসার ধর্ম করবে
ভালোবাসবে মেপে মেপে-
দিনান্তে হিসেব কষবে কতটা লাভ ক্ষতি হলো প্রাত্যহিকতায়
সাথে গানে ভাসবার আরাম চাইবে
বৃষ্টিতে ভিজতে চাইবে
আবেগ নিয়ে ভালোবাসবে
কান্নায় ভাসবে-

সে ও কি হয় !
গলা চিপে ধরবে ওরা
শ্বাসরোধ করে মারবে
এক চিলতে আলো
তোমার দুচোখে পড়তে দেবেনা।

হায়রে ভালো থাকা
হায় রে নগর সভ্যতা!
বুলবুলের কাছে মেঘের পাঠানো বার্তায়
বিশ্বের কোথাও কিছু আসবে যাবে না।
৩০.০৪.০৯ Bulbul to Megh
না আসুক ‘মেঘ’ কিছু কারুর,
না ভাসুক ভেলা নদীজলে।
এই অকারণ কথা তবু
নাচবে তাথৈ হৃদিতলে।

ভুল হয়ে গেছে জীবনে অনেক
কোথায় পালাবো তা ফেলে?
মেনেই নিয়েছি অসুখের সাথে
কাটাবো এ’দিন ধুলো খেলে।

যে নগর বাঁচে অনিশ্চয়ের,
অবিশ্বাসের গান গলে'
ছাড়তে পারেনা ‘বুলবুল’ তাকে
আদরে বেড়েছে তারই কোলে।
>>>>>>>>>>>>>>>>
……………………………

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০০৯

স্মৃতি, তোকে যাব নিয়ে love-পুরে।



স্মৃতি,
তুমি সুখের সঙ্গে থাকো
স্মৃতি,
আমার গায়ে বড্ড জ্বালা
স্মৃতি,
আমার এলোঝেলো বুকে
শিকড়,
নেমে যাচ্ছে অনেকদূর,
স্মৃতি,
আমার বাঁচার সাধ বড়
স্মৃতি,
আমায যাও নিযে love-পুরে।

উটকপালী ভূতকপালী স্মৃতির ঘরে জল,
জল থৈ-থৈ আগুন তবু দুঃখে কি লাভ বল।
আমার স্মৃতি আমার সাথী আমার দুঃখদিন,
আমার সিধে থাকার ঘরে ভূত মেরেছে ঢিল।
জড়িয়ে যাচ্ছে কলমীলতা স্মৃতিরা কোন ঘরে?
সাপ দেখেছো, কলমীলতার গায়েই লেপ্টে থাকে।
আমার বুকে কি উত্তাপে বিড়াল ডাকে মিঁউ,
স্মৃতি আমায দাওনা দিযে আকাশজোড়া ঠেউ।

স্মৃতি,
তোর কেলে ঠেউ-এর দোলে,
উজান
স্রোতে আসুক গোধূলী নেমে,
স্মৃতি,
যদি জীবন আগুন মুছে
বিকেল,
কড়া নাড়ার শব্দ শোনে
স্মৃতি,
তুই দরজা দু’হাট খোল,
স্মৃতি,
তোকে যাব নিয়ে love-পুরে।

দিলদরিয়া আকাশ বুকেও আশ্বাস নেই বড়।
ছোট্ট ছোট্ট স্বপ্ন-সত্যি-ইচ্ছে করছি জড়ো।
হয়তো সাপে বিষ নামাবে থাকবে না পায় ভুঁই,
কিংবা …………………….
‘আকাশ আমায় ভরলো আলোয়’, আঁচল পেতে শুই।

সোমবার, ১৩ এপ্রিল, ২০০৯

মজা নিত্ক শেখ


রাখ্ খুলে তোর ভেক চাঁদু
রাখ্ খুলে ভেক
শরম ভুলে আয় হাঁদু
আয় ফুর্তির ঠেক

দিস্ নাকো চেক ন্যায্য আবেগ, একবারই হ’ নেক-
মজা নিত্ক শেখ

কষ্ট বুকে চেপ্পে
কাষ্ঠহাসি হাস্সিস
যার সক্কল মেক্কী
বেশক ধোঁক্কা এবং ফাঁক্কী

শোনরে সিনিক জন,
গাল্লাগালও ধন,
অশ্শীলিল ইন্নোভেশন
ছুপ্পে নে তোর মন


খুল্লে গেছে গিঁট

দেখে চোখ যদি পিটপিট্,
গুবগুবগুব ফেল্লি হেসে
এল্লো কাশি ঢিট-

স্ববশ ফেলে হাস
ফুর্তি রোদে ভাস
উল্লাসপুর নয় নয় দূর
পাপবোধকে নাশ

রাখ খুলে ভেক, হাস খুলে তুই, একবারই হ’ নেক
মজা নিত্ক শেখ

দমিয়ে রাখা ইচ্ছেগুলো
চোখের ওপর ওড়ড়ে
আল্লুথালু লজ্জাখাকীর
অর্দ্ধপোষাক পড়ড়ে

বৃদ্ধ-শিশু সক্কলেরই
চিব্বে গেল মাত্থা
পীরিত কামী তরুণ তোরও
প্রেম হারানো বাঁদ্ধা

তাথৈ নাচন নাচ্চে মেয়ে
ছল্লকে বুক জোররে
কাম-বাসনার গিল্ল্যান্ডো
উড় খেয়ালে পোড়ড়ে

দৃষ্টিসুখের উত্সব আজ
ড্যাবড্যেবিযে চাঃ-
স্যুইক-স্যুইক সিট্টি বাজা
ইচ্ছেডানায় যাঃ-

বাপ-পিতেমোর সেদিন অতীত
সক্কলে চুলবুলাই,
তোর আঁতেলী বুদ্ধিতলায়
কামনা খুলবুলাই

দিল লাগিয়ে গার্রে চাঁদু
মিল লাগিয়ে গাঃ
দিশ্শি মজার ঠেক পেয়েছিস
সোজ্জামনে যাঃ

তুল্লে রাখ ও চশমা ভোঁদু
খুল্লে রাখ ও ভেক
মুখোস খুলে দেখ রে হাঁদু
দেখ স্ব-মুখের বেঁক

দিস্ নাকো চেক অন্তর বেগ, একবারই হ’ নেক
মজা নিত্ক শেখ

লোটাকম্বল ব্লগে প্রকাশিত নানান মন্তব্য २१.१.११ থেকে २४.१.११ অবধি

. অতনু ব্যানার্জী- বাবা মঞ্জুদি, এ তো রীতিমতো দরবেশের লিরিক। এতে সুন্দর সুর দিলে সুফী কি বাউল হয়ে যাবে এক্কেবারেই। দারুন লিখেছো...

রোহন কুদ্দুস- দারুণ এবং দারুণ। প্রিয় পোস্ট। আমি ২-৪ জনকে ডেকে পড়ালামও। দারুণ মঞ্জুদি।

রোহন কুদ্দুস- কী করে লিখেছো বলো তো? দারুণ দারুণ।

তিতাস- উরিব্বাশ, আপনার ফ্যান হয়ে গেলাম। অসাধারণ। কবিতাটা বার বার পড়লাম। দারুণ হয়েছে

সুস্মিতা- থাম্বস আপ।

মঞ্জুশী রায়চৌধুরী- আমি রীতিমত অবাক। কি ভয়েভয়ে যে পোস্টটা রেখেছি তা আমিই জানি। আমার নিজের পরিচয় যেভাবে রাখা আর এ' লেখা যে’ রকম তা’তে অসম্ভব চিন্তায় ছিলাম। লিখেছি ক’দিন আগেই.... দিতে পারছিলাম না। এমনসময় হঠাত্ই ডামাডোল, লোটাকম্বল গুরুগম্ভীর। সেই ফাঁকে এটা কিছু হাল্কা আছে দেখে ভাবলাম দিয়ে তো দিই, তারপর নাহয়.....

যাকগে যাক- অতনু, তিতাস, সুস্মিতার ভাল লেগেছে জেনে ও রোহনের দু’দুবার মন্তব্য পেয়ে বেশ জোর পাচ্ছি ভিতরে। এ’ টাইপের লেখার চেষ্টা তা’লে করাই যায় কি বল?

। ঋতুরাজ- ভালো লাগলো-অনেক

কেউ নই- অনেকদিন পরে দুলকি চালে চললাম বেশ খানিকক্ষণ |ভাল লাগলো মঞ্জুদি | থাম্বস আপ |

মেঘ- ভাল্লাগছে আমারও।
१०। মঞ্জুশ্রী- * স্বাগতম ঋতুরাজ। নতুন এসেই আমার পোস্ট পড়লে, ভাল বললে.... আমি খুব খুশী। আবার এসো ভাই।

* ভাই ‘কেউ.....’ আমার পোস্টে তোমার অস্তিত্বের এত সুন্দর স্পষ্ট উপস্থিতি দেখার পরও কি করে ডাকি ও’নামে? কিছু মনে কোরো না প্লীজ..... তুমি তোমার কাছে ‘কেউ নই’ থেকো ভাই, আমার কাছে তুমি ‘কেউ’। ঠিক আছে?

* প্রিয় মেঘ- এত দূর থেকে.... এত আলগোছের কথা? ও..... ধন্যবাদ।

११। মেঘ- কতদূরে আমি! আলগোছের কথাও নয়, যেসময় তোমার লেখাটা পড়ছি, তখন মাইগ্রেনের ব্যথায় শব্দগুলো স্ফুলিঙ্গ হয়ে চোখে আর মাথায় যন্ত্রণা বাড়াচ্ছিল বলেই না অল্পতে সেরেছি। ও ........ টা........কি? ও.........

१२। পিনাকী- ইসস মন্তব্য টা আমার মুছে গেল!!!! ইচ্ছাকৃত নয়, মাউসের গোলমালে। তবে দাবিটা ছাড়চি না!!! ফ্যান হবার জন্য আর একটা বোতাম বানাতেই হবে।

१३। তিতাস- অ্যাঁ, এটা কি হলো মঞ্জুদি, আরামসে বর্বর বলে দিলেন। না হয়, এই শীতের দিনে একটু গা গরম করছিলাম, রোহণের কড়া ধমক খেয়ে হিতোপদেশের সেই পুনর্মূষিক ভব হয়েছি, এবং সে জন্য তো দুঃখপ্রকাশও যথাস্থানে আছে, তাই বলে...

१४।এই তো এইবার পাইসি মেঘ মাইয়ারে স্বরুপে। এ্যাদ্দিন যে আসো নাই তার লইগ্যা কুনো কতাটি নাই যে.... হায়, হায় হায়.... হইল তো হইল মাইগ্রেনের ব্যথা কি না আমারি পোস্ট পইরা... তা হইতেই পারে। মনে লয় এমনতর ল্যাখতে দেইখ্যা মঞ্জুরে চিনতেই পারো নাই.... শব্দগুলান ঐজন্যই ফুটত্যাসিল চোখে। আর 'ও'-টা বুঝো নাই? বেশ বুঝছো.... নাইলে তুমিই বা হাস্যমুখের ছবি টাঙাইয়া 'ও' টা লিখলে ক্যা?

१५। ফাট্টিয়ে লিখেছ০ছ -------- দারুণ-------দারুণ

१६। মঞ্জুশ্রী- খুশী হলাম পম। উল্টোপাল্টা উত্তেজনার মধ্যেও এই হাল্কা লেখা যে তোর ভাল লাগল.... পড়লি.... ব্যস্, আমি তা'তেই খুশী। এখন আমিও খুব তিক্ত অবস্থায়.... কিচ্ছু ভাল্লাগছেনা... পরে কথা হবে।

१७। তিতাস- @মঞ্জুদি, তোমার বকানি খেয়ে চুপ করলাম। এই নাক মলছি, কান মলছি।