
শনিবার, ৯ এপ্রিল, ২০১১
শুক্রবার, ৮ এপ্রিল, ২০১১
উত্তরের ছেলে
শ্যামবাজারের পাঁচমাথার মোড়-
অলিগলি পেরিয়ে
হঠাৎ ঝ্যাক্কাস্ সাতমহল।
বাড়ির নীচে পচা-দার রোলের দোকান
রকে ফুলবাহারী গুলবদন।
ঐখানে কি বাড়ি ছিল তোর অনীক?
ছিল, ছিল-
ঘুমঘোরে হলেও এমন-ই কোথাও তা ছিল।
আলুথালু ওড়া বেঁকা উচ্চারণ।
কুঁচকে থাকা ভুরুর নীচে
নগর নস্যাত্ দৃষ্টি-ধারণ।
কথার আড়ে চিকনাই শান তোর
অথচ রোদ্দুর।
আপাত ‘নেতি’-র ঠিকানায় কড়া নেড়ে
জানি পাব তোকে
‘ইতি’-র স্বজনপুর।
অঙ্গে বওয়া ভঙ্গীতে নিয়ে অযত্নভান-
আড়ালের আড়ে শ্রদ্ধাধারণ।
সন্ধ্যাসকাল খুশীখুশী গান,
দিনের গা থেকে কালো মুছে নিয়ে
আলোক করিস্ পান।
জানি, অনীক জানি-
দ্বিধা বুকের রঙবাহারী খোপে
আগুন-আয়লা বাস করে পাশাপাশি।
বাড়ী তাই হতেই হবে তোর
আপাত নেইপুর-
শ্যামবাজারের
পাঁচমাথারই মোড়।
**********
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)