সোমবার, ১৩ এপ্রিল, ২০০৯

মজা নিত্ক শেখ


রাখ্ খুলে তোর ভেক চাঁদু
রাখ্ খুলে ভেক
শরম ভুলে আয় হাঁদু
আয় ফুর্তির ঠেক

দিস্ নাকো চেক ন্যায্য আবেগ, একবারই হ’ নেক-
মজা নিত্ক শেখ

কষ্ট বুকে চেপ্পে
কাষ্ঠহাসি হাস্সিস
যার সক্কল মেক্কী
বেশক ধোঁক্কা এবং ফাঁক্কী

শোনরে সিনিক জন,
গাল্লাগালও ধন,
অশ্শীলিল ইন্নোভেশন
ছুপ্পে নে তোর মন


খুল্লে গেছে গিঁট

দেখে চোখ যদি পিটপিট্,
গুবগুবগুব ফেল্লি হেসে
এল্লো কাশি ঢিট-

স্ববশ ফেলে হাস
ফুর্তি রোদে ভাস
উল্লাসপুর নয় নয় দূর
পাপবোধকে নাশ

রাখ খুলে ভেক, হাস খুলে তুই, একবারই হ’ নেক
মজা নিত্ক শেখ

দমিয়ে রাখা ইচ্ছেগুলো
চোখের ওপর ওড়ড়ে
আল্লুথালু লজ্জাখাকীর
অর্দ্ধপোষাক পড়ড়ে

বৃদ্ধ-শিশু সক্কলেরই
চিব্বে গেল মাত্থা
পীরিত কামী তরুণ তোরও
প্রেম হারানো বাঁদ্ধা

তাথৈ নাচন নাচ্চে মেয়ে
ছল্লকে বুক জোররে
কাম-বাসনার গিল্ল্যান্ডো
উড় খেয়ালে পোড়ড়ে

দৃষ্টিসুখের উত্সব আজ
ড্যাবড্যেবিযে চাঃ-
স্যুইক-স্যুইক সিট্টি বাজা
ইচ্ছেডানায় যাঃ-

বাপ-পিতেমোর সেদিন অতীত
সক্কলে চুলবুলাই,
তোর আঁতেলী বুদ্ধিতলায়
কামনা খুলবুলাই

দিল লাগিয়ে গার্রে চাঁদু
মিল লাগিয়ে গাঃ
দিশ্শি মজার ঠেক পেয়েছিস
সোজ্জামনে যাঃ

তুল্লে রাখ ও চশমা ভোঁদু
খুল্লে রাখ ও ভেক
মুখোস খুলে দেখ রে হাঁদু
দেখ স্ব-মুখের বেঁক

দিস্ নাকো চেক অন্তর বেগ, একবারই হ’ নেক
মজা নিত্ক শেখ

লোটাকম্বল ব্লগে প্রকাশিত নানান মন্তব্য २१.१.११ থেকে २४.१.११ অবধি

. অতনু ব্যানার্জী- বাবা মঞ্জুদি, এ তো রীতিমতো দরবেশের লিরিক। এতে সুন্দর সুর দিলে সুফী কি বাউল হয়ে যাবে এক্কেবারেই। দারুন লিখেছো...

রোহন কুদ্দুস- দারুণ এবং দারুণ। প্রিয় পোস্ট। আমি ২-৪ জনকে ডেকে পড়ালামও। দারুণ মঞ্জুদি।

রোহন কুদ্দুস- কী করে লিখেছো বলো তো? দারুণ দারুণ।

তিতাস- উরিব্বাশ, আপনার ফ্যান হয়ে গেলাম। অসাধারণ। কবিতাটা বার বার পড়লাম। দারুণ হয়েছে

সুস্মিতা- থাম্বস আপ।

মঞ্জুশী রায়চৌধুরী- আমি রীতিমত অবাক। কি ভয়েভয়ে যে পোস্টটা রেখেছি তা আমিই জানি। আমার নিজের পরিচয় যেভাবে রাখা আর এ' লেখা যে’ রকম তা’তে অসম্ভব চিন্তায় ছিলাম। লিখেছি ক’দিন আগেই.... দিতে পারছিলাম না। এমনসময় হঠাত্ই ডামাডোল, লোটাকম্বল গুরুগম্ভীর। সেই ফাঁকে এটা কিছু হাল্কা আছে দেখে ভাবলাম দিয়ে তো দিই, তারপর নাহয়.....

যাকগে যাক- অতনু, তিতাস, সুস্মিতার ভাল লেগেছে জেনে ও রোহনের দু’দুবার মন্তব্য পেয়ে বেশ জোর পাচ্ছি ভিতরে। এ’ টাইপের লেখার চেষ্টা তা’লে করাই যায় কি বল?

। ঋতুরাজ- ভালো লাগলো-অনেক

কেউ নই- অনেকদিন পরে দুলকি চালে চললাম বেশ খানিকক্ষণ |ভাল লাগলো মঞ্জুদি | থাম্বস আপ |

মেঘ- ভাল্লাগছে আমারও।
१०। মঞ্জুশ্রী- * স্বাগতম ঋতুরাজ। নতুন এসেই আমার পোস্ট পড়লে, ভাল বললে.... আমি খুব খুশী। আবার এসো ভাই।

* ভাই ‘কেউ.....’ আমার পোস্টে তোমার অস্তিত্বের এত সুন্দর স্পষ্ট উপস্থিতি দেখার পরও কি করে ডাকি ও’নামে? কিছু মনে কোরো না প্লীজ..... তুমি তোমার কাছে ‘কেউ নই’ থেকো ভাই, আমার কাছে তুমি ‘কেউ’। ঠিক আছে?

* প্রিয় মেঘ- এত দূর থেকে.... এত আলগোছের কথা? ও..... ধন্যবাদ।

११। মেঘ- কতদূরে আমি! আলগোছের কথাও নয়, যেসময় তোমার লেখাটা পড়ছি, তখন মাইগ্রেনের ব্যথায় শব্দগুলো স্ফুলিঙ্গ হয়ে চোখে আর মাথায় যন্ত্রণা বাড়াচ্ছিল বলেই না অল্পতে সেরেছি। ও ........ টা........কি? ও.........

१२। পিনাকী- ইসস মন্তব্য টা আমার মুছে গেল!!!! ইচ্ছাকৃত নয়, মাউসের গোলমালে। তবে দাবিটা ছাড়চি না!!! ফ্যান হবার জন্য আর একটা বোতাম বানাতেই হবে।

१३। তিতাস- অ্যাঁ, এটা কি হলো মঞ্জুদি, আরামসে বর্বর বলে দিলেন। না হয়, এই শীতের দিনে একটু গা গরম করছিলাম, রোহণের কড়া ধমক খেয়ে হিতোপদেশের সেই পুনর্মূষিক ভব হয়েছি, এবং সে জন্য তো দুঃখপ্রকাশও যথাস্থানে আছে, তাই বলে...

१४।এই তো এইবার পাইসি মেঘ মাইয়ারে স্বরুপে। এ্যাদ্দিন যে আসো নাই তার লইগ্যা কুনো কতাটি নাই যে.... হায়, হায় হায়.... হইল তো হইল মাইগ্রেনের ব্যথা কি না আমারি পোস্ট পইরা... তা হইতেই পারে। মনে লয় এমনতর ল্যাখতে দেইখ্যা মঞ্জুরে চিনতেই পারো নাই.... শব্দগুলান ঐজন্যই ফুটত্যাসিল চোখে। আর 'ও'-টা বুঝো নাই? বেশ বুঝছো.... নাইলে তুমিই বা হাস্যমুখের ছবি টাঙাইয়া 'ও' টা লিখলে ক্যা?

१५। ফাট্টিয়ে লিখেছ০ছ -------- দারুণ-------দারুণ

१६। মঞ্জুশ্রী- খুশী হলাম পম। উল্টোপাল্টা উত্তেজনার মধ্যেও এই হাল্কা লেখা যে তোর ভাল লাগল.... পড়লি.... ব্যস্, আমি তা'তেই খুশী। এখন আমিও খুব তিক্ত অবস্থায়.... কিচ্ছু ভাল্লাগছেনা... পরে কথা হবে।

१७। তিতাস- @মঞ্জুদি, তোমার বকানি খেয়ে চুপ করলাম। এই নাক মলছি, কান মলছি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন