
বাবু,
তুই থাক ভ’রে তোর সব নিয়ে সুখে –
শুধু,
আমার স্নেহের সবটুকু তো’তে ঢালতে দে।
বাবু,
তোর চোখের তারায় তারারা জোনাকী
শুধু,
দূর থেকে তোর আলোমুখে চোখ চাইতে দে।
বাবু,
তোর ইচ্ছেগুলো তোরই আশেপাশে দোওয়ালীপোকা
শুধু,
তরঙ্গে ভাসা তোর স্বর কানে বইতে দে।
বাবু,
তোর অনুক্ষণ অন্য কোথাও ফেলুক নোঙর
শুধু
ঐ মুখ ঘিরে স্বপ্ন আমায় বুনতে দে।
বাবু,
সারা দিনমান পৃথিবীটা বড় একা হাঁটে -
শুধু,
তোর প্রাণে ওর জ্ঞানের বসত গড়তে দে।
বাবু,
আমার দোয়েল পাখীটা ঘুমোবে এবার-
শুধু,
দিনগুলো তোর পাখীটার গানে সাজিয়ে নে।