
এই যে আমার ‘ইচ্ছে’ এসে বললো কাঁধে,
ব্যস্
এটাই ঢের, এটাই অনেক,
বুক জুড়ালো বেশ।
য়ে মাটিতে শয্যা পাতি,
সেটা মাটির মত দেখতে মাটি নয়।
সোনার খাট, রূপোর কাঠির আবেশ দিয়ে ঘেরা
আমার ‘ইচ্ছে’ তাতে শোয়।
তাই তো একা, তাই তো এমন
‘ঘুম-ঘুম চাঁদ ঝিকিমিকি তারা ঐ মাধবী রাত....’
গান গেযে যায় সে।
ভুল ভাঙানোর দায়টা ‘বিপদ’ তোমার।
খাতা-কলম গুছিয়ে বসার দায় ‘কষ্ট’ তোমার।
এতোলবেতোল সাত-সতেরো সুখের পিঠে সওয়ার
সব্বার -
মাড়িয়ে যাওযা ‘অহংকার’ সে তোমার।
‘দুঃখ’ তোমার,
তাই ‘দীর্ঘশ্বাস’ তোমার।
এবার তুমি খুশী কিনা বলো?
এরা তোমার বন্ধু কিনা বলো?
এদের ছাড়া ‘সৃষ্টি সুখের উল্লাস’
যে খেলো, এলোমেলো,
তোমার বোধে তোলো।
‘ইচ্ছে’ ডানা মেলো।
ব্যস্
এটাই ঢের, এটাই অনেক,
বুক জুড়ালো বেশ।
য়ে মাটিতে শয্যা পাতি,
সেটা মাটির মত দেখতে মাটি নয়।
সোনার খাট, রূপোর কাঠির আবেশ দিয়ে ঘেরা
আমার ‘ইচ্ছে’ তাতে শোয়।
তাই তো একা, তাই তো এমন
‘ঘুম-ঘুম চাঁদ ঝিকিমিকি তারা ঐ মাধবী রাত....’
গান গেযে যায় সে।
ভুল ভাঙানোর দায়টা ‘বিপদ’ তোমার।
খাতা-কলম গুছিয়ে বসার দায় ‘কষ্ট’ তোমার।
এতোলবেতোল সাত-সতেরো সুখের পিঠে সওয়ার
সব্বার -
মাড়িয়ে যাওযা ‘অহংকার’ সে তোমার।
‘দুঃখ’ তোমার,
তাই ‘দীর্ঘশ্বাস’ তোমার।
এবার তুমি খুশী কিনা বলো?
এরা তোমার বন্ধু কিনা বলো?
এদের ছাড়া ‘সৃষ্টি সুখের উল্লাস’
যে খেলো, এলোমেলো,
তোমার বোধে তোলো।
‘ইচ্ছে’ ডানা মেলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন