
চার পেতে বসে থাকা,
হাওযায় হাত পেতে খোঁজা,
ফড়িং-এর মত মনঝুরি
এক থেকে অন্য থেকে
অন্যে, অন্যে, অন্যে-
লাফিয়ে পালায়।
তক্কে তক্কে থাকা
হটাত্ ঝাঁপিয়ে পড়ে ধরা -
এ’কথা, সে’কথা, ও’কথা
স-ব উদ্বেল, কদবেল, ডাম্বেল
কথকতা।
এ’সব ঠিক কেমন-কেমন তুমি জানো?
হ্রীং, টিং, ছট্, ফট্,
ঘ্যাচাং, ফুঃ-
সব
থতমত মত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন